কুষ্টিয়াSunday , 11 August 2024
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা ফেরদৌস সড়ক দুর্ঘটনায় নিহত

Link Copied!

 

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ফেরদৌস আহমদ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করেছেন। শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান। ফেরদৌস আহমদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের হারিছ আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে জাউয়াবাজার ইউনিয়নের কৈতক পয়েন্টে যাচ্ছিলেন ফেরদৌস আহমদ। কৈতক পয়েন্টের পৌছার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল সহ সড়কে ছিটকে পড়েন ফেরদৌস। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসাধীন অবস্থতাায় তার মৃত্যু হয়। রোববার সকাল ১০ টায় তকিপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুম ফেরদৌস আহমদের যানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।