কুষ্টিয়াSaturday , 10 August 2024
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে বিভিন্ন মন্দির পরিদর্শন ও নিরাপত্তা দেয়ার আশ্বাস জামায়াত ইসলামীর

Link Copied!

 

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে বিভিন্ন মন্দির ও আখড়া পরিদর্শন করেছেন জামায়াত ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে শহরের কালিবাড়ী, শিববাড়ী মন্দির, গৌরাঙ্গ মজাপ্রভুর আখড়া, রাজকৃষ্ণ সেবাশ্রম ও লোকনাথ মন্দির পরিদর্শন শেষে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সেবায়িত ও সংখ্যা লঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন জামাত নেতারা। এসময় জামায়াত নেতা সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি ও জামায়ত নেতা এড. রেজাউল করিম রেজা মন্দিরের নিরাপত্তা দেয়ার আশ্বাস এবং অভয় দিয়ে বলেন, পথ অনেক, বাংলাদেশ জামায়াত ইসলাম শান্তির পক্ষে। সংখ্যা লঘু বলতে কোনো শব্দ জামায়াত ইসলামের সংবিধানে নেই। হামলা, মামলা, সন্ত্রাস, লুটপাট জামায়ত ইসলাম সমর্থন করে না। নেতারা আরো বলেন, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই আমরা এদেশের মানুষ। গণ অভ্যুথানের মধ্য দিয়ে জুলুমবাজ অবৈধ শেখ হাসিনা সরকারের পতনের হওয়ার মাধ্যমে দেশবাসী এক অভুতপূর্ব বিজয় অর্জন করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে নতুনভাব দেশ গড়ার আহবান জানান নেতৃবৃন্দ। এসম জামায়াত নেতা শাহ আলম, আব্দুল হাই আজাদ, ইন্জিনিয়ার নোমান আহমদসহ জামায়েত ইসলামী ও ছাত্র শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।