কুষ্টিয়াSaturday , 10 August 2024
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে বিভিন্ন মন্দির পরিদর্শনে সেনাবাহিনীর মেজর জাবির

Link Copied!

 

সেলিম মাহবুব:
দেশের মানুষ ও মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এবং দুর্বৃত্তদের অপকর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় ছাতকে সেনাবাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন মন্দির ও আখড়া এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন উপাসনালয় পরিদর্শন করে সেনাবাহিনীর একটি টহল দল। ছাতকে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর জাবিরের নেতৃত্বে শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তারা। এসময় মেজর জাবির বলেন দেশ ও দেশের জনগণের কল্যানে কাজ করছে সেনাবাহিনী। তিনি তাঁর ব্যবহৃত মোবাইল নাম্বার দিয়ে বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি আসতে আরো কয়েকদিন সময় লাগতে পারে। তাই যেকোনো প্রয়োজনে সহায়তা দিতে এখানের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। ##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।