কুষ্টিয়াSaturday , 10 August 2024
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে নিখোঁজের ৩ দিন পর চেলা নদী থেকে বালু শ্রমিকের লাশ উদ্ধার

Link Copied!

 

সেলিম মাহবুব,
ছাতকে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজের ৩ দিন পর চেলা নদী থেকে ভাসমান অবস্থায় জলিল মিয়া (৩৫) নামের এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও এলাকায় চেলা নদী থেকে এ শ্রমিকের লাশ উদ্ধার করে তার পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা-থেকে নৌকায় বালু লোডিংয়ের শ্রমিক হিসেবে কাজ করতো জলিল মিয়া। বরাবরের মতো ঘটনার দিনও একটি বাল্কহেড নৌকায় বালু লোডিংয়ের জন্য অন্য একটি নৌকা যোগে মঙ্গলবার দুপুরে সুরমা, চেলা ও পিয়াইন নদীর মিলন স্থল বা ৩ নদীর মোহনা নামে খ্যাত এলাকায় যায় জলিল মিয়া। এসময় অন্য একটি বাল্কহেড নৌকা পাশ দিয়ে অতিক্রম করে যাওয়ার সময় ধাক্কা লেগে নৌকার হাল ধরে থাকা জলিল মিয়ার মাথায় আঘাত লেগে সে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। কিন্তু তার সহকর্মীরা সুর-চিৎকার করলেও তাকে উদ্ধারের চেষ্টা কেউ করেনি। বৃহস্পতিবার দুপুরে চেলা নদীর গোয়ালগাঁও এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজনরা। জলিল মিয়ার স্ত্রী হালিমা বেগম জানান, লাশ উদ্ধারের বিষয়টি ছাতক থানা পুলিশকে জানানো হয়েছে। তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেছেন।##

সেলিম মাহবুব
স্টাফ রিপোর্টারছাতকে নিখোঁজের ৩ দিন পর চেলা নদী থেকে বালু শ্রমিকের লাশ উদ্ধার

সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজের ৩ দিন পর চেলা নদী থেকে ভাসমান অবস্থায় জলিল মিয়া (৩৫) নামের এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও এলাকায় চেলা নদী থেকে এ শ্রমিকের লাশ উদ্ধার করে তার পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা-থেকে নৌকায় বালু লোডিংয়ের শ্রমিক হিসেবে কাজ করতো জলিল মিয়া। বরাবরের মতো ঘটনার দিনও একটি বাল্কহেড নৌকায় বালু লোডিংয়ের জন্য অন্য একটি নৌকা যোগে মঙ্গলবার দুপুরে সুরমা, চেলা ও পিয়াইন নদীর মিলন স্থল বা ৩ নদীর মোহনা নামে খ্যাত এলাকায় যায় জলিল মিয়া। এসময় অন্য একটি বাল্কহেড নৌকা পাশ দিয়ে অতিক্রম করে যাওয়ার সময় ধাক্কা লেগে নৌকার হাল ধরে থাকা জলিল মিয়ার মাথায় আঘাত লেগে সে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। কিন্তু তার সহকর্মীরা সুর-চিৎকার করলেও তাকে উদ্ধারের চেষ্টা কেউ করেনি। বৃহস্পতিবার দুপুরে চেলা নদীর গোয়ালগাঁও এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজনরা। জলিল মিয়ার স্ত্রী হালিমা বেগম জানান, লাশ উদ্ধারের বিষয়টি ছাতক থানা পুলিশকে জানানো হয়েছে। তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেছেন।##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।