রুহুল আমিন কাঞ্চন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারে ৫ই আগস্ট রোজ সোমবার রা আনুমানিক আটটার দিকে আওয়ামী চুরিকাগাতে করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জহিরুল ইসজীবন গুরুতর আহত হয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে, জহিরুল ইসলাম জীবন এর সাথে কথা হলে তিনি জানান চার তারিখে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদের চকলেট ও পানি খাওয়ানো দেখে আওয়ামী সন্রাসীদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয় পাছ তারিখ হাসিনার পদত্যাগের পর বিজয় মিছিল দিয়ে বাড়ি ফেরা ছাত্র জনতাকে বিদায় করে দিয়ে পুরুড়া বাজার থেকে প্রভাষকের নিজ বাড়ি ফেরার পথে দশ বার জনের একটি দল কিরিচ দিয়ে পেটে আগাত করে বাকিরা এলো পাতারি কুপিয়ে মাথায় জকম করে,, সাথে সাথে প্রভাষক জীবন ঙ্ঘান হারিয়ে মাটিতে পড়ে যায় স্হানীয় লোকজন তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে প্রভাষক সম্রাট জহিরুল ইসলাম জীবন দেশের এই পরিস্থিতির কারনে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি