রুহুল আমিন কাঞ্চন
ঃ কিশোরগন্জ তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মাগুরী ( পূর্বপাড়া) গ্রামের আপ্তাব উদ্দিন মিয়ার বাড়িতে ১৬ ই জুলাই রোজ মঙ্গলবার দিবা গত রাত একটা চল্লিশ মিনিটের সময় এই আগুনের সুএপাত হয়। জানা গেছে আপ্তাব উদ্দিনের ঘরে আগুন লেগে তার ভাই আফিজ উদ্দিন ভাতিজা ইদ্রিস মিয়া রক্কু মিয়া মিজান মিয়া মনজিল মিয়া, সকলের ঘরে আগুন চরিয়ে অর্ধ ফুরা অবস্থায় তাদের ঘুম ভাঙ্গে ঘুম থেকে উঠে, তাড়াইল ফায়ার সার্ভিস ষ্ঠেশনে ফোন দিলে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট গিয়ে পৌছাতে পৌঁছাতে দশটি বসত ঘর ও একটি গোয়াল ঘর ইতিমধ্যে ফুরে যায় যার ক্ষতির পরিমান প্রায় বিশ লক্ষাধিক টাকা ভুক্তভোগী মনজিল মিয়া জানান তাদের প্রত্যেকের ঘরে ধান চাউল এমন কি স্বর্ন অলংকার নগত টাকা সহ যা ছিল সব ফুড়ে ছাই হয়ে গেছে মনজিল মিয়ার গোয়ালের একটি গরু পুরে গেছে যার মুল্য লক্ষ টাকার উপরে আগুনে পুরার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ভুক্তভোগীদের সাথে সমবেদনা জানান।