কুষ্টিয়াTuesday , 16 July 2024
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে খাসিয়ার গুলিতে নিহত লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্ত

Link Copied!

সেলিম মাহবুব,সিলেট:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত ২ জন বাংলাদেশীর লাশ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের সময় ১২৫৩ নং পিলারের কাউয়ার টুক নামক স্থানে বিজিবির উপস্থিতিতে ভারতীয় পুলিশের কাছ থেকে বাংলাদেশ পুলিশ তাদের লাশ গ্রহণ করে। এর আগে দিনভর পতাকা বৈঠক করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী।রোববার দুপুরে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয় কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর পুত্র আলী হুসেন ও মৃত সুন্দর আলীর পুত্র কাওছার আহমদ। তাদের লাশ প্রায় ৩০ ঘন্টা সেখানে পড়ে ছিল। দু-দেশের সীমান্ত জটিলতা দূর করে সোমবার সন্ধ্যায় তাদের লাশ হস্তান্তর করেছে ভারতীয় বাহিনী। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজিবি কালাইরাগ ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান সহ আরো কয়েকজন বিজিবি’র সদস্য। কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এস আই) আসাদুল ইসলাম জানান, ভারতীয় পুলিশের কাছ থেকে আমরা লাশ গ্রহণ করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।