কুষ্টিয়াMonday , 15 July 2024
আজকের সর্বশেষ সবখবর

পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

Link Copied!

 

মাহবুব,সিলেট:

পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ছাতকের ইসলামপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্যাকেটজাত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলামপুর ঈদগাহ থেকে ২৫০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিক বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবারী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের উপ মহা ব্যবস্থাপক মোশাহিদুল্লাহ। ইসলামপুর ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেলের সভাপতিত্বে এবং পুবালী ব্যাংক দোয়ারা উপজেলার বাংলাবাজার উপ শাখার কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পুবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার সহকারী মহা ব্যবস্থাপক মাহমুদুন্নবী, গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক কায়ছার আহমদ, ছাতক শাখার ব্যবস্থাপক রুহুল আমিন তালুকদার, ছাতক উপ শাখা ব্যবস্থাপক রেজাউর রহমান, বাংলাবাজার উপ শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সিলেট পশ্চিম অঞ্চলের প্রিন্সিপাল অফিসার নিউটন তালুকদার, ছাতক শাখার কর্মকর্তা ফয়সাল আহমদ, ছাতক উপ শাখার কর্মকর্তা রিয়াজ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন। ব্যাংক কর্মকর্তারা জানান, ছাতকে ৩০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৫০ প্যাকেট ইসলামপুর ইউনিয়নে এবং বাকী ৫০ প্যাকেট পৌর শহরের ফকিরটিলা এলাকায় বিতরণ করা হয়েছে। পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে সিলেট বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ লাখ পরিবারের হাতে পৌছে দেয়া হয়েছে এসব ত্রাণ সামগ্রীর প্যাকেট। সাড়াদেশ জুড়ে পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।