কুষ্টিয়াSaturday , 13 July 2024
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের মামলার পলাতক আসামী শাহালম

Link Copied!

 

রুহুল আমিন কাঞ্চনঃ

কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার(বর্তমান ঠিকান) গজেন্দ্রপুর গ্রামের রেজেক মিয়ার ছেলে তিন সন্তানের বাবা শাহআলম যৌতুকের মামলায় পলাতক আসামী, জানা গেছে শাহআলমের স্রী সুরমিন বেগম বাদী হয়ে গত ৮/৭/২৪ইং কিশোরগঞ্জ নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল( ১) এ ২০০০ সনের নারী শিশু নির্যাতন দমন আইন ( সংশোধিত) ২০২৩ এর ১১ (গ) ধারায় মামলাটি দায়ের করে,মামলার নাম্বার ২৪ সুরমিন তার অভিযোগে বলেন গত ২৭/৬/২৪ ইং সকাল ৮ গঠিকায় শাহালমের নিজ বাড়ি গজেন্দ্রপুরে আগের মত করে যা বিগত প্রায় বার তের বছর যাবৎ টাকার জন্য চাপ দিত যা সহ্য করে একে একে তিনটা সন্তান জন্ম নেয় শাহালম সুরমিনের সংসারে, গঠনার দিন সকাল আট গঠিকায় তিন লক্ষ টাকার জন্য চাপ সৃষ্ঠি করলে সুরমিন বলে তার বাবা গরীব মানুষ একই কথা বারে বারে কেন বল এক কথা দুই কথার মাঝে পাশে থাকা লাকড়ি দিয়ে লিলাফুলা আগাত করে কিশোরগন্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে যার চিকিৎসা করা হয় যার মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করে জমা দেওয়া হয়, সুরমিনের সাথে কথা হলে তিনি জানান শাহালম তার তিন সন্তান ও আমাকে রেখে টিকটক অভিনেত্রী হীরা আক্তার নামের এক মেয়েকে নিয়ে গাজীপুরে গড় সংসার করছে, বিঙ্ঘ আদালতে অভিযোগ দায়ের করেছি আদালত সবশুনে এবং দেখে ওয়ারেন্ট ইস্যু করেছে আশা করছি পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হবে, সুরমিনের দাবী আসামিকে দ্রুত যেন গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।