সেলিম মাহবুব,সিলেট:
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি ) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। মঙ্গলবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আসামীকে ঢাকায় জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি একজন প্রতারক। তবে তিনি কী উদ্দেশ্যে সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছিলেন তা জিজ্ঞাসাবাদ সাপেক্ষে বলা যাবে। হুমকিদাতার পরিচয় সম্পর্কে এ কর্মকর্তা বলেছেন হুমকিদাতার নাম সোহাগ মিয়া। তার বাড়ি মৌলভী বাজারে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সিলেট থেকে আটক করা হয়েছে। এর আগে গত ২৯ জুন হত্যার হুমকি পেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।##