কুষ্টিয়াFriday , 28 June 2024
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে ভায়োলেশন মামলা ২৮ জুন ধার্য জবাবের ধার্য তারিখ

Link Copied!

 

বানারীপাড়া প্রতিনিধি//

বানারীপাড়ায আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারী কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান অব্যহত রাখায় জেলা প্রশাসক বরিশাল সহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে ভায়োলেশন মামলা করা হয়েছে। বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত ভায়োলেশন মোকদ্দমায় বিবাদীদের কোন বক্তব্য থাকলে তা ২৮ জুন আদালতে উপস্থানের আদেশ দিয়েছেন অন্যথায় আদালত এক তরফা শুনানী ও আদেশ গ্রহন করিবেন বলে বিবাদী প্রত্যেককে নোটিশ জারি করেছেন। গত ১৩ জুন বৃহস্পতিবার মোকাম বরিশাল বিজ্ঞ বানারীপাড়া সহকারী জজ আদালতে অহেদ হাওলাদার গং বাদী হয়ে ১৬/২০২৪ ভায়োলেশন মামলা করেন। দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ২(৩) নিয়ম ও ১৫১ ধারার বিধানমতে তরফসানী দেওয়ানী ২২/২০২৪ নং মামলায় ০৩/০৬/২০২৪ তারিখের বানারীপাড়া সহকারী জজ আদালতের বিচারক বাদীর নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক সহ ৫ জনকে নোটিশ সহ ( Status quo) নিষেধাজ্ঞা বা স্থিতিবস্থার আদেশ দিলেও বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে ১১/০৬/২৪ তারিখ বাদী পক্ষের বসতঘর হতে বৈদ্যুতিক মিটার খুলিয়া নিয়াছে। তাছাড়া বাদীপক্ষের ৪ টি বসত ঘরের আংশিক ভাঙ্গিয়া ফেলে এবং ঐ সময় বাদীপক্ষ তপরছানীদের আদালতের শোকজ আদেশ স্মরন করাইয়া দিলে তপরছানীপক্ষ আদালতের আদেশ মানিতে বাধ্য নয় বলে দম্ভোক্তি করে বিজ্ঞ আদালত সম্পর্কে বিভিন্ন কটুক্তি করাসহ তাদের বেআইনি ও অবৈধ কাজ যে কোন মূল্যে চালাইয়া যাইবে মর্মে ঔদ্ধত্য প্রকাশ করেন এই মর্মে বাদীপক্ষ অভিযোগ এনে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নির্বাহী কর্মকর্তা,বানারীপাড়া উপজেলা, সহকারী কমিশনার ভূমি, বানারীপাড়া, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, বানারীপাড়া সদর ইউনিয়ন ভূমি অফিস বানারীপাড়া, বরিশালকে, বিবাদী করে বানারীপাড়া সহকারী জজ আদালতে অহেদ হাওলাদার হং, বাদী হয়ে ১৬/২০২৪ ভায়োলেশন মামলা করেন এবং তরপছানী পক্ষ শোকজ আদেশ অবজ্ঞা ও অমান্য করায় বাদী পক্ষ তাদেরকে জেলে প্রেরন এবং তারা পলাতক থাকলে তাদের স্থাবর অস্থাবর সম্পত্ত্বি ক্রোক করার আদেশ প্রার্থনা করেন। সূত্র দেওয়ানী মামলা ২২/২০২৪। এদিকে ১২ জুন বাদীপক্ষদের বিরুদ্ধে আদালতে যে আপত্ত্বিপত্র দেয়া হয় তা মিথ্যা। ঐ জমিতে বাদীপক্ষ অর্থাৎ অহেদ গংরা ৬০ বছরের অধিক সময় ধরে বৃক্ষ রোপন করে বসবাস করে আসছে। সেখানে তাদের পূর্ব পুরুষদের কবরস্থান বিদ্যমান, পৌরসভার ১ থেকে ৭ নং হোল্ডিং নং তাদের। তাছাড়া তারা নিয়মিত বিদ্যুৎ বিল, ট্যাক্স পরিশোধ করতো যার রসিদ বর্তমানে তাদের কাছে বিদ্যমান। উল্লেখ্য বানারীপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাশতলা সংলগ্ন বানারীপাড়া অন্তগর্ত রেভিনিউ সার্ভে নং ৩৩২, হাল জে এল ৭৪ নং কুন্দিহার মৌজার আর এস ২০৩ তথা এস এ ৩৮৩ নং খতিয়ানের ৩১১ নং দাগের. ১১ একর এবং আর এস ৩১০ তথা এস এ ৩৮৪.৩৮৫ নং খতিয়ানের হাল ৩১২ নং দাগের সম্মুখ. ১৮ একর ভূমির মধ্য হইতে এস এ ৩৮৪ নং খতিয়ানের হাল ৩১২ নং দাগের. ১৬ একর বিবাদমান জমিতে ভূমিহীনদের উচ্ছেদ অভিযান করায় প্রথমে মামলা, স্থিতিবস্থা অতপর ভায়োলেশন মামলা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।