সেলিম মাহবুব,সিলাট:
ছাতক তথা সুনামগঞ্জ জেলার সুনাম কুঁড়িয়ে আনা অপ্সরা পাল এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত “শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪” সুনামগঞ্জ জেলা পর্যায়ে একক অভিনয়ে প্রথম হয়ে সরাসরি জাতীয় পর্যায়ে অংশ নেয়ার সুযোগ করে নিয়েছে। অপ্সরা পাল ছাতক শহরের মধ্য বাজার এলাকার বাসিন্দা, ছাতক সরকারি বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল ও সাংস্কৃতিক সংগঠক জিপি পালের মেয়ে। সে বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, কনকচাঁপা খেলাঘর আসরের সদস্য এবং সিলেট পাঠশালার শিক্ষার্থী। সে নাট্য অভিনেতা হুমায়ুন কবীর জুয়েলের কাছে অভিনয়ের তালিম গ্রহণ করছে। ২০২৩ সালেও অভিনয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছিল অস্পরা পাল। তার সফলতার এই ধারা অব্যাহত রাখতে সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থী।##
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।