রুহুল আমিন কাঞ্চন
কিশোরগন্জ তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের হত দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরন করল
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজি এফের ১০ কেজি করে চাউল বিতরন করল চেয়ারম্যান রতন
রুহুল আমিন কাঞ্চন ঃ
কিশোরগন্জ তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের হত দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরন করল জাওয়ার ইউনিয়নের সাধারণ মানুষের নয়নের মনি উন্নয়নের কর্নধার বর্তমান চেয়ারম্যান ইমদাদুল হক ভূইয়া রতন, দুইদিনে জাওয়ার ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে এই চাউল বিতরন করেন,চাউল বিতরনের সময় উপস্থিত ছিলেন টেক অফিসার সহ ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, হতদরিদ্র মহিলারা এই দশ কেজি চাউল পেয়ে আনন্দে আত্নহারা তারা খুবই খুশী সেই রকম এক হতদরিদ্র মহিলা নাম প্রকাশে অনইচ্ছুক বেলংকা গ্রামের তার সাথে কথা হলে তিনি জানায় রতন চেয়ারম্যান অওনে আমরা বোরগাও থেকে মাল নিয়ে আসি, জাওয়ার যেতে হয়না আমাদের অনেক উপকার হইছে গরীব মানুষ এই চাউল ও মানুষের বাড়ি থেকে গোস্ত এনে ঈদ ভাল কাটবে চেয়ারম্যান রতন কে আল্লাহ ভাল রাকতে এই মহিলা দোয়া করেন সব সময়। দশ কেজি করে চাল দিয়ে মানবিকতার পরিচয় দিলেন জাওয়ার ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুল হক রতন।
জাওয়ার ইউনিয়নের সাধারণ মানুষের নয়নের মনি উন্নয়নের কর্নধার বর্তমান চেয়ারম্যান ইমদাদুল হক ভূইয়া রতন, দুইদিনে জাওয়ার ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে এই চাউল বিতরন করেন,চাউল বিতরনের সময় উপস্থিত ছিলেন টেক অফিসার সহ ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, হতদরিদ্র মহিলারা এই দশ কেজি চাউল পেয়ে আনন্দে আত্নহারা তারা খুবই খুশী সেই রকম এক হতদরিদ্র মহিলা নাম প্রকাশে অনইচ্ছুক বেলংকা গ্রামের তার সাথে কথা হলে তিনি জানায় রতন চেয়ারম্যান অওনে আমরা বোরগাও থেকে মাল নিয়ে আসি, জাওয়ার যেতে হয়না আমাদের অনেক উপকার হইছে গরীব মানুষ এই চাউল ও মানুষের বাড়ি থেকে গোস্ত এনে ঈদ ভাল কাটবে চেয়ারম্যান রতন কে আল্লাহ ভাল রাকতে এই মহিলা দোয়া করেন সব সময়। দশ কেজি করে চাল দিয়ে মানবিকতার পরিচয় দিলেন জাওয়ার ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুল হক রতন।