কুষ্টিয়াFriday , 14 June 2024
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে মুক্তিরগাঁও সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

Link Copied!

 

সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চক্রবর্তীর অবসর জনিত বিদায় উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বুধবার (১২ জুন) সকালে বিদ্যালয়ে এই বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুল হকের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, আব্দুল কাদির তালুকদার, তাজ উদ্দিন, মহিবুল হক, আনোয়ার মিয়া, শিক্ষিকা রংমালা বেগম প্রমুখ। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন তিনি একজন কর্মনিষ্ঠ দায়িত্বশীল ও আদর্শবান শিক্ষক ছিলেন। তিনি আরো বলেন এ গ্রামের অনেক ছাত্র/ছাত্রী আমার কাছে লেখা পড়া শিখে কেউ ডাক্তার ও ইজ্ঞিনিয়ার এবং শিক্ষক/শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। সমাজে এ ধরনের আদর্শ বান শিক্ষকের খুবই প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।