রুহুল আমিন কাঞ্চন
কিশোরগন্জ তাড়াইল উপজেলার নির্বাচন ২৯ শে মে এরই মাঝে জামানত যাচাইয়ের কাজ সম্পন্ন প্রতিক বরাদ্দ ১৩ই মে তাকলেও জনসংযোগ করে যাচ্ছে দিন রাত গিয়াস উদ্দিন লাকী তারই ধারাবাহিকতায় অদ্য ১০ মে বেলংকা গ্রামে সকাল দশ গঠিকা থেকে গণসংযোগ শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে সে সময় তার সাথে ছিলেন বেলংকা গ্রামের কৃষক শ্রমিক মেহনতী মানুষ গ্রামের বাড়িতে বাড়িতে প্রবেশ করে মুরুব্বি মা বোনদের দোয়া ও ভোট কামনা করেন তার নির্বচনী প্রতিক মটর সাইকেল চেয়ে কমিশনে আবেদন করেছে আর কেউ এই প্রতিক চান নাই তাই মটর সাইকেল নিশ্চিত পাবে বলে মটর সাইকেল প্রতিকে ভোট প্রার্থনা করে,বেলংকা গ্রামের মানুষ গিয়াস উদ্দিন লাকী ব্যবহারে সন্তোষ্টতা প্রকাশ করে আসছে নির্বাচনে তার ডাকে সাড়া দিবে বলে আস্বস্ত করেন,এই গ্রামে প্রায় ২৭ শত ভোট এবার নির্বাচনে ভোট কাস্ট করার প্রতি সবাইকে এগিয়ে আশার প্রতি গুরুত্ব আরোপ করেন হাস্য উজ্জল তাড়াইল উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন লাকী।