কুষ্টিয়াসহ দেশের অধিকাংশ জেলা গুলোতে গত কয়েকদিন ধরে বড় রকমের বিদ্যুৎ সঙ্কট চলছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বলা হয়েছে, বিদ্যুৎ ঘাটতির কারণে কিছু কিছু এলাকায় হাসপাতাল ও কারাখানার মতো জরুরি স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। অনেক বাসা বাড়িতেও এখন বিদ্যুৎ নেই।
কল কারখানার পাশাপাশি লাখ লাখ মানুষ গত কয়েকদিন ধরে বিদ্যুৎতের ভোগান্তি নিয়েই বসবাস করছে। কুষ্টিয়ার বাসিন্দারা সোশাল মিডিয়া ওয়েইবোতে এই সঙ্কটের ব্যাপারে সরব হয়েছেন। তাদের অভিযোগ, বাড়িতে হিটিং চলছে না,হাসপাতাল ক্লিনিকসহ ব্যাংক,শপিংমল, সরকারী – বেসরকারী অফিস, কলকারখানা গুলোতে মানুষ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে প্রয়োজনের সময়ে বিদ্যুৎ না থাকায় ভবনের লিফ্ট বন্ধ, এমনকি রাতের অন্ধকারে রাস্তার লাইটও ঠিক মতো জ্বলছে না।
জেলার বড় বড় কয়েকটি শপিংমল ও হাসপাতাল ক্লিনিক কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে সারা দিনে ৫ ঘন্টার মত বিদ্যুৎ থাকে। তাই জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে প্রচুর জ্বালানি খরচ হচ্ছে। তারা আরো জানান, এভাবে কিছুদিন চলতে থাকলে তাদের প্রতিষ্ঠান বন্ধ করা ছাড়া আর কোন উপায় থাকবে না।
সর্বস্তরের জনগণের প্রাণের দাবি- দ্রুত এই বিদ্যুৎ ভোগান্তির থেকে মুক্তিচাই।