কুষ্টিয়া সদর উপজেলায় হরিনারায়ণপুর ইউনিয়ন শিবপুর গ্রামে ইউটিউব চ্যানেল প্রমোশনের নামে চলে অশ্লীল নাচ। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়,মাসে পাঁচদিন বিভিন্ন জায়গা থেকে কিশোরী মেয়ে ভাড়া করে এনে আয়োজন করা হয় এই অশ্লীল নৃত্য রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মাইকে হিন্দি গান। গানের তালে তালে চলে অশ্লীল নাচ। গভীর রাত পর্যন্ত চলে এমন কর্মকাণ্ড।এই কর্মকাণ্ড পরিচালনা করে থাকে শিবপুর গ্রামের জহুরুল ইসলাম জকুর ছেলে সাকিব (মিঠু)।
এদিকে, ইউটিউব চ্যানেল প্রমোশনের নামে অশ্লীল নাচের আয়োজন হওয়ায় মেলার আশপাশের কয়েকটি গ্রামের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীসহ সাধারণ ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। মেলার অশ্লীল নাচ-গানের দিকে ঝুঁকছে শত শত কিশোর, যুবক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
হরিনারায়ণপুর এলাকায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও মাদরাসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
ছেলেমেয়ের সার্বিক বিষয় বিবেচনা করে অবিলম্বে অশ্লীল নাচ, বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।